শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফেনী ফালাহিয়া মাদ্রাসায় 'ড্রেস কোড’ না মানায় পাঞ্জাবি কেটে দিলেন শিক্ষক

ফেনী ফালাহিয়া মাদ্রাসায় 'ড্রেস কোড’ না মানায় পাঞ্জাবি কেটে দিলেন শিক্ষক

ফেনী ফালাহিয়া মাদ্রাসায় 'ড্রেস কোড’ না মানায় পাঞ্জাবি কেটে দিলেন শিক্ষক

ফেনী, ১৭ এপ্রিল , এবিনিউজ : মাদ্রাসার নিয়ম মেনে পোশাক না পরায় ১০ শিক্ষার্থীর পাঞ্জাবি কেটে দিয়েছেন এক শিক্ষক। ফেনী শহরের শান্তি কোম্পানী সড়কে জামায়াতে ইসলামী পরিচালিত ‘জামেয়াতুল ফালাহিয়া’ মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন ক্ষুব্দ শিক্ষার্থীরা।

ওই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা জানায়, রবিবার সকালে মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ১০ শিক্ষার্থী ড্রেস কোড অনুসারে সাদা পাঞ্জাবি না পরে হাতা সংযুক্ত ও কলারে কাজ করা পাঞ্জাবি পরে আসে। এসময় মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল ওহাব শ্রেণিকক্ষে গিয়ে ওই ছাত্রদের পাঞ্জাবির কলার ধরে সেগুলো কেটে দেন। এ ঘটনায় ওই ছাত্ররা বিক্ষোভ করেন এবং শ্রেণিকক্ষ ত্যাগ করে হট্টগোল শুরু করে।

বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, আমাদের অন্য যে কোনও সাজা দিতে পারতো। এভাবে কলার কেটে দেওয়া ঠিক হয়নি।

এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ বলেন, বিষয়টি মাদ্রাসার অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে কোনও বক্তব্য দিতে রাজি নন তিনি।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসাটি জামায়াত শিবিরের ঘাঁটি। ছাত্র-শিক্ষক দলীয় রাজনীতিতে সক্রিয়। ফলে তাদের কারও পোশাক দেখেই মাদ্রাসার ছাত্র বা শিক্ষক মনে হয় না।

প্রসঙ্গত, ‘৮০ দশকের দিকে জেলা জামায়াতে ইসলামী শান্তি কোম্পানী সড়কটি নিয়ন্ত্রণে নেয়। দলের শীর্ষ নেতৃত্ব জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসায়টি পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। পাঠদান করেন দলের নেতারা।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত