বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সিগঞ্জের তিন চরে মুহুর্মূহু ককটেল বিষ্ফোরণ : এলাকায় চরম আতংক

মুন্সিগঞ্জের তিন চরে মুহুর্মূহু ককটেল বিষ্ফোরণ : এলাকায় চরম আতংক

মুন্সিগঞ্জের তিন চরে মুহুর্মূহু ককটেল বিষ্ফোরণ : এলাকায় চরম আতংক

মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল, এবিনিউজ : প্রায় ১ বছর শান্ত থাকার পর আবার উত্তপ্ত হয়ে উঠেছে মুন্সিগঞ্জ জেলার সদর থানার মোল্লাকান্দি ইউনিয়ন। রাজার চর, চৈতার চর, চরডুমুরিয়া এই তিনটি গ্রামে শতাধিক ককটেল বিষ্ফোরিত হয়েছে। গতকাল সোমবার রাত থেকে ককটেল বিষ্ফোরিত হচ্ছে এই তিনিটি এলাকায়। থেমে থেমে ককটেল বিষ্ফোরিত হলে এলাকার নারী পুরুষ ও শিশুরা আতংকিত হয়ে পড়ে। অজানা আশংকায় অনেকেই ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে। মোল্লাকান্দি ইউনিয়নের ঐ গ্রামে সুফিয়া মৃধার স্ত্রী রেহানা বেগম জানান, হঠাৎ করে বৃষ্টির মতো ককটেল বিষ্ফোরিত হলে আমরা ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাই। মুখে কালো কাপড় বেঁধে হাতে বালতি ভরা ককটেল নিয়ে ঘুরে ঘুরে মুহুর্মূহু ককটেল বিষ্ফোরণ ঘটায়। এই তিনটি এলাকার সাধারণ মানুষ এখন আতংকে রাত কাটায়। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা জানান, আমি ঘটনাটি শুনেছি। মুন্সিগঞ্জের তিন চরে মুহুর্মূহু ককটেল বিষ্ফোরণ : এলাকায় চরম আতংক

তবে আমি এলাকায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমাকে উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্থ করার জন্যই এই ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে সাবেক চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারী জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা, আমার কোন ইন্ধনের প্রশ্নই আসে না। তবে কে বা কারা এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে। এর সাথে আমার কোন সম্পর্ক নাই। এ বিষয়ে অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী ককটেল বিষ্ফোরিত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিএন/আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত