শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে প্রেমের প্রলোভনে যুবতীকে পালাক্রমে ধর্ষন, গ্রেফতার দুই ধর্ষক

সোনাগাজীতে প্রেমের প্রলোভনে যুবতীকে পালাক্রমে ধর্ষন, গ্রেফতার দুই ধর্ষক

সোনাগাজীতে প্রেমের প্রলোভনে যুবতীকে পালাক্রমে ধর্ষন, গ্রেফতার দুই ধর্ষক

ফেনী,১৮ এপ্রিল, এবিনিউজ: ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামে গত রবিবার রাতে প্রেমের প্রলোভনে যুবতীকে ধর্ষন করেছে কথিত প্রেমিকসহ তিন ধর্ষক।পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই ধর্ষক কে গ্রেফতার করে।

মড়েল থানার ওসি হুমায়ুন কবির জানান, রবিবার রাতে চট্রগ্রাম থেকে বাড়ী ফেরার পথে যুবতী উপজেলার ডাকবাংলা বাসস্ট্যান্ড পৌঁছলে তার পিছু নেয় কথিত প্রেমিক সোহেল ও তার দুই সহযোগী শেখ ও এরশাদুর রহমান।তারা সিএনজিযোগে যুবতীকে চরসাহাভিকারী গ্রামের হিন্দু পল্লীর একটি জঙ্গলে নিয়ে হাত পা বেধেঁ পালাক্রমে ধর্ষন করে।যুবতীর চিৎকারে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে এবং অভিযান চালিয়ে মধ্যম চরছান্দিয়া গ্রামের সওদাগর বাড়ীর রেজাউল হকের ছেলে শেখ ফরিদ ও চরসাহাভিকারী গ্রামের জহির আহাম্মদের ছেলে এরশাদুর রহমান কে গ্রেফতার করে।তবে কথিত প্রেমিক সোহেল পালিয়ে যাওয়ার কারনে তাকে গ্রেফতার করা যায়নি।

গতকাল সোমবার দুপুরে শারীরিক পরিক্ষার জন্য যুবতীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত