শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ি,১৮ এপ্রিল, এবিনিউজ: মহালছড়ির মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে আগামী ১৯ এপ্রিল বুধবার খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচী দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

রবিবার পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক ইমেল বার্তায় পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া এবং পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মো. আবদুল হামিদ রানা এক যৌথ বিবৃতিতে ছাদিকুল হত্যাকাণ্ডের জন্য উপজাতীয় সন্ত্রাসীদের দায়ী করে তাদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে আগামী বুধবার খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল অপহরণের ৩দিন পর খাগড়াছড়ির মহালছড়ির মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের লাশ গত বৃহস্পতিবার বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয়।

এবিএন/ইব্রাহিম শেখ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত