![রাজবাড়ীতে শিশু সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/18/20170417_121410_73199.jpg)
রাজবাড়ী, ১৮ এপ্রিল, এবিনিউজ : সেভ দ্য চিলড্রেন উদ্যোগে রাজবাড়ীতে শিশু সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসক এর সভা কক্ষে এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক জিনাত আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ রহিম বক্স, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ ।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেবেকা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মানোয়ার হোসেন মোল্লা, শামীমা আক্তার মুনমুন, ব্রাক কর্মকর্তা নেফাজ উদ্দিন, মোঃ আকরাম হোসেন , রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি)’র সদস্য ও ছেলে শিশু প্রতিনিধি সাদমান সাকিব (রাফি) প্রমুখ।
এ এ্যাডভোকেসী সভায় শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষে জেলা প্রশাসক জিনাত আরা জেলার সকল অবহেলিত শিশু ও ভাসমান যৌনকর্মী, শিশুদের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্যে বিভিন্ন দিক তুলে ধরেন।
অন্যন্য বক্তরা শিশুদের নিরাপত্তা,বৈষম্য দূরিকরণ,যৌন নিপীরন বন্ধ,বাল্য বিয়ে রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
প্রজেক্টর এর মাধ্যমে সকল বিষয় তুলে ধরে উপস্থাপনা করেন চেতনা প্রকল্প ম্যানেজার মোঃ রেজাউল করিম।
এস.এস.এস প্রকল্প ম্যানেজার সরনিকা গুন সাস্থ্য, সু শিক্ষা ও সুরক্ষা বিষয়ে তলে ধরে বক্তব্য রাখেন।
এসময় সেভ দ্যা চিলড্রেন চেতনা প্রকল্পের জেলা প্রকল্প ও শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি)’র সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, সহ সেভ দ্য চিলড্রেন এর বিভিন্ন কর্মকতা উপস্থিত ছিলেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান