![রাজবাড়ীর গোয়ালন্দে জেলের গলাকাটা লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/19/1 (2)_73349.jpg)
রাজবাড়ী, ১৯ এপ্রিল, এবিনিউজ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মার চর থেকে দেলোয়ার হোসেন ব্যাপারী (৩০)নামে এক জেলের গলাটাকা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি একই উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চরদেলোন্দি গ্রামে। তার পিতার নাম বেলায়েত ব্যাপারী।
নিহতের বাবা বেলায়েত ব্যাপারী জানান, গত ১৮ এপ্রিল মঙ্গলার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন দেলোয়ারকে ডেকে নিয়ে যায়। পরে আজ সকালে রাত তার গলা কাটা লাশ চরের মধ্যে পাওয়া যায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আজাদ রহমান ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন যে ভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা তাতে পুলিশ ধারনা করছে তার সাথে বড় ধরননের শত্রুতা ছিলো হত্যাকারীদের। তবে এ হত্যাকাণ্ড যেই ঘটিয়ে থাকুক না কেন তাদের কাউকে ছার দেওয়া হবে না। এবং হত্যাকারীদের ধররার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টির তদন্ত করা হবে। নিহত দেলোয়ারের ২ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান