শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বাহুবলে স্কুলের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

বাহুবলে স্কুলের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

বাহুবলে স্কুলের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ, ১৯ এপ্রিল , এবিনিউজ : হবিগঞ্জের বাহুবল উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ নিয়ে বর্তমান সভাপতি নজরুল ইসলাম ও সভাপতি প্রার্থী শাহজাহান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স¤প্রতি শাহজাহান মিয়া বর্তমান সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে স্কুলের গাছ অবৈধভাবে বিক্রি করার দায়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযোগের তদন্ত করতে গেলে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের কয়েকজনকে বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এবিএন/মো. নুরুজ্জামান ভূইয়া/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত