বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় মৎসজীবিকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গায় মৎসজীবিকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গা, ১৯ এপ্রিল, এবিনিউজ : চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় সন্ত্রাসীরা গুলি করে জিয়াউর রহমান (৩৫) নামে এক মৎস্যজীবীকে হত্যা করেছে। আজ বুধবার (১৯ এপ্রিল) ভোর ৪ টার দিকে আলমডাঙ্গা উপজেলার কাইতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান উপজেলার কাইত পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও কাইতপাড়া নারায়নকান্দি মৎস্যজীবী সমিতির সভাপতি।

নিহত জিয়াউরের পরিবার জানান, সন্ত্রাসীরা বেশ কিছিুদিন যাবৎ জিয়াউরের কছে মোট অংকের চাঁদা দাবী করে আসছিলো। চাঁদার টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, ভোর ৪ টার দিকে জিয়াউর রহমান কাইতপাড়া বিল পাহারা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় ৭/৮ জনের একদল সন্ত্রাসী বাড়ির নিকটে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

এবিএন/সনজিত কর্মকার/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত