শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফেনীতে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা ১ বছরে আনসার সদস্যসহ নিহত ২

ফেনীতে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা ১ বছরে আনসার সদস্যসহ নিহত ২

ফেনীতে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা ১ বছরে আনসার সদস্যসহ নিহত ২

ফেনী, ২০ এপ্রিল , এবিনিউজ : ফেনীতে বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। হামলা চালাচ্ছে একের পর এক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর। ঘটছে হতাহত ও আসামী ছিনতাইয়ের ঘটনা। চলতি বছরই মাদক ব্যবসাযীদের হামলায় এক আনসার সদস্য ও এক মাদক বিক্রেতাসহ নিহত হয়েছে ২ জন। আহত হয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ,আনসার ও মাদক ব্যবসায়ীসহ বেশ কয়েকজন। আর এসব ঘটনায় মামলা আর ২ একজন আসামি গ্রেফতার ছাড়া তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। ফুলগাজীতে মাদক ব্যবসায়দের হামলায় এক আনসার সদস্য নিহত ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আহত হলেও এঘটনায় ঘটনার ৭/৮দিন পর ১টি মামলা ছাড়া দৃশ্যমান কোন প্রতিক্রিয়া জেলা প্রশাসন ও পুলিশের দেখা যায়নি। ফলে মাদক ব্যবসাযৎয়ীরা একের পর এক হামলা চালানোর সাহস পাচ্ছে।

জানাগেছে, ৮ মার্চ রাত ৯টার দিকে ভারত সীমান্তর্তী ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের উপর মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। এই হামলায় নওশের আলী নামে এক আনসার নিহত হয় ও ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ বেশ কয়েকজন আহত হয়। নিখোঁজ হয় সুমন নামের সোর্স।

অন্যদিকে ০২ ফেব্রুয়ারী রাতে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের মাঝি বাড়িতে মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আলাউদ্দিন জাহিদ (১৯) কে গ্রেফতার করতে অভিযান চালানোর সময় তার বাড়ির সদস্যদের হামলায় ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত মোঃ মামুন রহমান বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন। পরে ২ ফেব্রুয়ারী জাহিদ ও ফকির আহাম্মদকে গ্রেফতার করে পুলিশ।

অপর দিকে ১৭ মার্চ রাতে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইকান্দি গ্রামে মাদক বিক্রেতা ফকির আহমেদের বাড়িতে অভিযানকালে ফকির আহম্মদ ও তার সহযোগী সালাহ উদ্দিন ও মাঈন উদ্দিন আলমগীরের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে মাদক বিক্রেতা ফকির আহম্মদ গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাদকসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গুরুতর আহত ফকির আহম্মদকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এছাডা ১৬ এপ্রিল দুপুরে ছাগলনাইয়ার শুভপুর এলাকার লেকের পাশ থেকে মাদকসহ খান সাহেব নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের উপর হামলা চালিয় হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নেয় মাদক ব্যসয়ীরা। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায পুলিশের মোটর সাইকেল ক্ষতিগ্রস্থ ও আহত হয়েছে এক এএসআইসহ দুই পুলিশ সদস্য। ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে তবারক নামে এক মাদক ব্যবসায়ীকে ও রাতে ছিনতাইকৃত আসামী খান সাহেবকে আটক করে পুলিশ।

আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তারা বলছেন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে আছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা তাদের আরো সতর্ক হতে সহায়তা করছে।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত