![সোনাগাজীতে যন্ত্রপাতিসহ ভেজাল গুড়া দুধ উৎপাদনকারী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/21/abnews-24bb_73684.jpg)
সোনাগাজী (ফেনী), ২১ এপ্রিল, এবিনিউজ : ফেনীর সোনাগাজীতে ভেজাল দুধ, বিপুল পরিমান প্যাকেট ও প্যাকেজিং মেশিন সহ কাউছার হামিদ মুন্না নামের এক যুবককে আটক করেছে সোনাগাজী থানা পুলিশ। সে উপজেলার চর লক্ষীগঞ্জ গ্রামের দশআনী পাড়ার শাহজাহান কাজী বাড়ীর মো. গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গতকাল বৃহষ্পতিবার বিকালে মতিগঞ্জ সমবায় মার্কেটের রাসেল স্টোরে ল্যাকটোজেন ব্যান্ডের প্যাকেটে গুড়ো দুধ সরবরাহ করার সময় নকল ভেবে কোম্পানীকে টেলিফোন করে দোকানদার ফেরদৌস রাসেল। কোম্পানীর জেলা এজেন্ট পুলিশে খবর দিলে সন্ধ্যায় সোনাগাজী থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ব্যাপক জিঙ্গাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী, রাত ৯টায় ফেনী পৌরসভার গাজী বাড়ীস্থ মফিজের বসত ঘরে সিনিয়র সহকারী পুলিশ সুপার( সোনগাজী সার্কেল) জুনায়েত কাউছার এর নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় প্রায় ৩শতাধিক প্যাকেট, ৩৫০ গ্রাম ওজনের ১২ টি গুড়ো দুধের প্যাকেট, ১টি প্যাকেজিং মেশিন উদ্ধার করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, ধৃত মুন্নার বিরুদ্ধে নকল পন্য বাজারজাত ও সংরক্ষণ এর দায়ে মামলার প্রস্ততি চলছে। সে দীর্ঘদিন যাবত সোনাগাজী ও কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি বাজারে ভেজাল গুড়ো দুধ সরবরাহ করে আসছিল।
এবিএন/আবুল হোসেন/জসিম/তোহা