![দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ কলেজছাত্রীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/21/sonia@abnews_73686.jpg)
মুন্সীগঞ্জ, ২১ এপ্রিল, এবিনিউজ : দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ কলেজছাত্রী সোনিয়া আক্তার (১৯) চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
মেধাবী ছাত্রী সোনিয়া আক্তার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মো. শহীদউল্লাহ মিয়ার মেয়ে। তিনি স্থানীয় ডা. আব্দুল গফ্ফার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
গজারিয়া থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সোনিয়ার মা বাদী হয়ে বুধবার রাতে এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তকে আসামি করে গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১) ধারায় মামলা করেন।
হাজেরা বেগম জানান, গত সোমবার সকালে ঘরের পাশে হাত-মুখ ধোয়ার সময় অজ্ঞাত এক দুর্বৃত্ত সোনিয়ার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তার শরীর দগ্ধ হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, সোনিয়ার সাথে তার খালাতো ভাই হারুন অর রশিদের বিয়ে হওয়ার কথা ছিল। সোনিয়ার পরীক্ষার পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতো।
এবিএন/মমিন/জসিম