শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীনগরে সাংবদিকদের সহায়তায় অবশেষে স্বামীর ঘরে সোনালী

শ্রীনগরে সাংবদিকদের সহায়তায় অবশেষে স্বামীর ঘরে সোনালী

শ্রীনগরে সাংবদিকদের সহায়তায় অবশেষে স্বামীর ঘরে সোনালী

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল, এবিনিউজ : শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে এক যুবতী তার স্বামীর দাবীতে মহিলা ইউপি সদস্যর বাড়ীতে অবস্থান করছিলেন। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে ছুটে যান শ্রীনগর প্রেসক্লাবের কয়েক জন সাংবাদিক। সরেজমিনে গিয়ে জানা যায়, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের মো. শহিদুল ইসলামের মেয়ে সোনালী আক্তার (২০) সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,কুকুটিয়া ইউনিয়নের সিন্দুরদী গ্রামের মো. আলী আকবরের ছেলে মো. শাকিল বেপারী ওরফে মনিরের (২৩) সাথে গত আড়াই বছর পূর্বে মোবাইল ফোনে পরিচয় হলে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে গত দেড় বছর পূর্বে শাকিল আমাকে ঢাকায় এনে বিয়ে করে। পরে জানতে পারি শাকিলের কারসাজিতে কাবিন নামায় তার নাম-ঠিকানা গোপন করে। আমার পরিবার বিয়ের বিষয়টি জানা থাকলেও শাকিল তাঁর পরিবারের কাছে বিয়ের বিষয়টি গোপন রাখে। সোনালী কান্না জড়িত কন্ঠে আরো বলেন, গত ফেব্রুয়ারীতে আমি অন্তস্বত্তা হয়ে পরি, কিন্তুু শাকিল বাচ্চা না নিতে বিভিন্ন ভাবে হস্তক্ষেপ করে, গর্ভের বাচ্চাটি নষ্ট করে ফেলে। গত পহেলা বৈশাখের পর আমাদের বাড়ী থেকে এসে শাকিল আর যোগাযোগ না করলে অসহায় হয়ে ঠিকানা খুঁজতে এই এলাকাতে আসি। কুকুটিয়া ইউপি সদস্য রেখা বেগম জানান, মেয়েটি তার স্বামীর দাবীতে এখানে আসলে জানতে পারি তার জীবনে ঘটে যাওয়া বিষয়টি। এ বিষয়ে শ্রীনগর প্রেসক্লাবের সহযোগিতায় বাড়িতে গিয়ে বিষয়টি শাকিলের পরিবারকে অবগত করি। এ ব্যাপারে শাকিলের বাবা আলী আকবর বেপারী জানান, বিয়ের বিষয়টি আমার জানা ছিল না তবে শাকিলের সাথে আলাপ করে ঘটনার সত্যতা জানতে পারি। তিনি বলেন সামাজিকতা রক্ষা করে পুত্র বধুকে অবশ্যই মেনে নিব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিবন্দী গ্রামের ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর বাড়ীতে উভয় পক্ষের অভিবাবকদের উপস্থিতিতে ধর্মীয় রীতি-নীতি মেনে শাকিল তার স্ত্রী’র অধিকার দিয়ে সোনালীকে নিজ বাড়ীতে নিয়ে যায়। এসময় শ্রীনগর প্রেসক্লাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম শ্যামল, ইউপি সদস্য নজরুল ইসলাম শেখ, আব্দুস সাত্তার মুক্তার,আব্দুস সালাম সেন্টু,বাদল শেখ, নজরুল বেপারী, সিদ্দিক শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এ মহতি উদ্যেগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এবিএন/আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত