শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে পুর্বশত্রুতায় এক জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

মাদারীপুরে পুর্বশত্রুতায় এক জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

মাদারীপুরে পুর্বশত্রুতায় এক জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

মাদারীপুর, ২২ এপ্রিল , এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রামন্ধী তালতলা এলাকায় গত বৃহস্পতিবার সকালে জমিজমা নিয়ে পুর্বশত্রুতার জেরে লাল মিয়া হাওলাদারকে হামলা করে কুপিয়ে গুরতর আহত করেছে স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা। এঘটনায় বিউটি বেগম বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা ।

ভুক্তভোগি, স্থানীয় ও পুলিশ সুত্রে যানাযায়, শুক্রবার সকালে পূর্বের ন্যায় তালতলা বাজার থেকে কাচাবাজার ও মাছ কিনে নিজ বাড়ী ফেরার পথে পূর্বের থেকে ওৎপেতে থাকা এসকেন হাওলাদারের ছেলে আলী আকবার হাং(২৫) ও আলামিন হাং(২২) এবং রতন হাওলাদারের ছেলে আউয়াল হাং(৩৫) ও দেলোয়ার হাং(৩০) তাদের সন্ত্রাসী বাহীনি সহ হত্যার উদেশ্যে হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে। লালমিয়া হাওলাদারের আর্তচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে তাদেরকেও হামলাচালায় ঐ সন্ত্রাসীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্বেজনা বিরাজ করিতেছে ও সাধারন মনুষ আতঙ্কে আছে।

প্রতক্ষদোষী জাহানারা বেগম জানান লালমিয়া হাওরাদারকে আটকিয়ে মারধর শুরুলে আমি ছারিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হই। আমার চোখের সামনে আলী আকবার, আলামিন, আওয়াল দেলোয়ার ইটদিয়ে টাকাইয়া মাথা ফাটিয়ে রক্তাক্ত করে ফেলে এবং বাশ দিয়ে পিটায়। মিনাজুল হাওলাদারের স্ত্রী বেবি আকতার জানান আমিও মারধর ফেরানোর চেষ্টা করি এসময় আমার গলায় থাকা দেড় ভড়ি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায়।

উক্ত ঘটনার ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার এস আই ও মামলা তদন্তকারী কর্মকর্তা হাসানুজ্জামান যানান মামলার তদন্ত ও আসামী ধরার অভিযান অব্যাহত আছে, সকল অপরাধীকেই আইনের আওতায় আনা হবে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত