শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সেনবাগে দীঘির মাছ লুট, সংঘর্ঘ, ভাংচুর, আহত ২০

সেনবাগে দীঘির মাছ লুট, সংঘর্ঘ, ভাংচুর, আহত ২০

সেনবা(নোয়াখালী), ২৩ এপ্রিল, এবিনিউজ : সেনবাগের ছাতারপাইয়া বাজারের দীঘিতে মাছ লুটের মহোৎসব চলছে। গত শুক্রবার দুপুর থেকে টানা রাত সাড়ে ১২ টা পর্যন্ত মাছ লুটের ঘটনা ঘটে। এ নিয়ে ছাতারপাইয়া গোয়ালবাড়ী ও মান্দারকান্দি মধ্যপাড়ার দুটি গ্রুপের লোকজনের মধ্যে গত শুক্রবার সন্ধ্যার পর দফায় দফায় সংঘর্ঘ চলতে থাকে। সংঘর্ঘ চলাকালে বাজারের ৩ টি দোকান লুট, প্রায় ২০/২৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও ৩ টি অটোরিক্সা ভাংচুর করা হয়েছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ২০ জন ব্যক্তি আহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন বাজারের একাধিক ব্যবসায়ী। খবরপেয়ে রাতে সেনবাগ থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্হলে পৌছে পরিস্থিতি নিয়ে আনে।

উল্লেখ্য, স¤প্রতি স্কুল মার্কেট, দোকান সহ পাশবর্তী ভূমি ও বড় দীঘিটার মালিকানা বুঝে নেন অবসর প্রাপ্ত সচিব একরামুল হক বাবর। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশী টহলজোরদার করা হয়েছে।

এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত