
হবিগঞ্জ, ২৩ এপ্রিল, এবিনিউজ : শনিবার ভোর রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের আব্দুল সালাম এর বসত বাড়ী থেকে অভিযান চালিয়ে তিন মানবপাঁচারকারীকে আটক করেছে র্যাব-৯। এসময় নুরুন্নাহার (২৫) নামে এক নারীকে উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মৃত গাভরু মিয়ার ছেলে মোঃ আব্দুল হান্নান (২৭), ওসমানপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ আব্দুল সালাম (৩৫) ও নিশ্চিন্তপুর গ্রামের মৃত মেন্দি মিয়ার ছেলে মোঃ সৈয়দ আলী (৪৫) ।
আটককৃতরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রাম্য সহজ সরল নারীদের ভাল চাকুরি ও বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাঁচার করে আসছে।আটককৃত আসামীদের এবং উদ্ধারকৃত নারীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/মোঃ নুরুজ্জামান ভুইয়া/জসিম/ইমরান