![হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা থাকা সত্তেও চালানো হয় না](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/23/rajbari@abnews_74046.jpg)
রাজবাড়ী, ২৩ এপ্রিল , এবিনিউজ : রাজবাড়ী সদর হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে এমারজেন্সি জেনারেটরের ব্যবস্থা থাকলেও চালানো হয় না সেই জেনারেটর চরম দুর্ভোগ পোহাতে হয় রুগিরদের। বিদ্যুৎ বিহীন অবস্থায় সেবা দিতে পারছে না নার্সরা। হাসপাতালে ভর্তি থাকা একাধিক রুগি জানান দিন বা রাতে বিদ্যুৎ চলে গেলে চালা হয় না জেনারেটর এই গরমের মধ্যে কষ্ট করেই থাকতে হয়। কারণ আমরা গরিব আর সরকারি হাসপাতাল কে বলবো আমাদের কষ্টের কথা। রুগির আত্মীয় স্বজন বাধ্য হয়ে কেউ জালাছে মোমবাতি আবার কে টর্চ লাইট। এভাবে কি জেলার একটি বড় স্বাস্থ্য বিভাগ চলতে পারে ? রাজবাড়ী সিভিল সার্জন মোঃ রহিম বক্স এ বিষয়ে বলেন পর্যাপ্ত পরিমাণ তেল না থাকয় মাঝে মধ্যে জেনারেটর বন্ধ রাখতে হয়। তবে অপারেশনের জন্য কিছু তেল বাঁচিয়ে রাখা হয়। তিনি আরো বলেন রাত ১২টার মধ্যে বিদ্যুৎ না আসলে জেনারেটর চালানো হবে। তবে একটি বিশেষ সুত্রে জনা গেছে বিদ্যুৎ চলে গেলে রাতে জেনারেটর চালা নো হয় না।
এবিএন/জসিম/নির্ঝর