হবিগঞ্জ, ২৩ এপ্রিল, এবিনিউজ : গত তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিতে প্রবাহিত হচ্ছে। আজ রবিবার দুপুরে মাছুলিয়া পয়েন্টে এই বিপদসীমা অতিক্রম করে। পানি উন্নয়ন র্বোড সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরেও খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে ছিল।এরপর গভীর রাত থেকে হঠাৎ করেই খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে পানি বাড়তে শুরু করে। আজ দুপুর দেড়টা পর্যন্ত পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ।
এবিএন/নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/তোহা