
হবিগঞ্জ, ২৩ এপ্রিল, এবিনিউজ : হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব সুলতানশী গ্রামে ডাকাত সন্দেহে জনতার গণপিটুনীতে জুয়েল মিয়া (৩৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল মিয়া যমুনাবাদ গ্রামের সুরত আলির ছেলে। আজ রবিবার ভোররাতে উপজেলার পূর্ব সুলতানশী গ্রামের জবেদ আলীর বাড়ীতে এ ডাকাতির ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এবিএন/নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/তোহা