
গোপালগঞ্জ, ২৪ এপ্রিল , এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নির্দোষ যুবককে হাতকড়া লাগয়ে ৫০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ সদস্য সুজিত কুমার বিশ্বাসকে ওই দিন গোপালগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার বরাশুর গ্রামের যুবক উজ্জ্বল শরীফ বলেন, ‘লোহাগড়া উপজেলায় আমার মামাবাড়ি। মামা মোস্তফা কামাল অসুস্থ হলে চিকিৎসার জন্য দুই মাস আগে আমাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। শুক্রবার সকালে আমি লোহাগড়া গিয়ে মামীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশে ফিরছিলাম। কালনা ফেরি পার হয়ে কাশিয়ানীর পাড়ে এলেই পুলিশ পরিচয় দিয়ে সাদা পোষাকে কনস্টেবল সুজিত কুমার বিশ্বাস আমার হাতে হাতকড়া লাগিয়ে টানা-হেঁচড়া করতে থাকে।
এ সময় তার দু-তিন সোর্স এসে আমাকে পেছন দিকে দিয়ে ঝাপটে ধরে। এক পর্যায়ে আমার প্যান্টের পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের অনুরোধে আমাকে ছেড়ে দেয়।
এ রকম নিরীহ লোকদের আটক করে তাদের পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে পুলিশ ও তাদের সোর্সরা প্রায়ই হাজারহাজার টাকা হাতিয়ে নিচ্ছে তিনি অভিযোগ করেন।’
বিষয়টি গোপালগঞ্জ পুলিশ সুপারকে জানানোর পর এএসপি সার্কেল ও কাশিয়ানী থানার ওসি ঘটনার বর্ণনা আমার কাছ থেকে শোনেন।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেন বলেন, হাতকড়া লাগিয়ে যুবককে হয়রানীর ঘটনায় কনস্টেবল সুজিত কুমার বিশ্বাসকে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে উজ্জ্বলের আনীত অভিযোগেরও তদন্ত করা হচ্ছে।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/নির্ঝর