![মুন্সীগঞ্জের গজারিয়ায় সনিয়া হত্যার প্রতিবাদে শোক সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/25/munshigonj@abnews_74368.jpg)
মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল , এবিনিউজ : মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা বালুয়া কান্দি, সনিয়া হত্যার প্রতিবাদে শোক সভার আয়োজন করে বালুয়াকান্দি ডা: আব্দুল গাফফার স্কুল এন্ড কলজের ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবক বৃন্দ। বালুয়াকান্দি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত শোক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজ আহমদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এদিকে সনিয়ার এই করুন মৃত্যুর ঘটনায় শোকের মাতম চলছে সনিয়ার বাড়িতে। সহপাঠী ও প্রতিবেশীরাও কান্নায় ভেঙ্গে পড়ছেন। আর সনিয়ার মায়ের কান্না যেন থামছেই না। গত ১৭ এপ্রিল আগুন দেয় দুর্বৃত্তরা। ২১ এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে মৃত্যুবরণ করে। সনিয়ার মা হাজেরা বেগম বাদী হয়ে অজ্ঞাত একজনকে আসামী করে ১৯এপ্রিল গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন।
ওসি হেদায়েতুল ইসলাম ভুঞা জানান, পুলিশ অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর