শেরপুর, ২৫ এপ্রিল , এবিনিউজ : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা এলাকায় গত সোমবার রাতে রাস্তা পার হওয়ার সময় বগুড়াগামী একটি যাত্রিবাহি কোচের ধাক্কায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিএসসি (৬৫) ঘটনাস্থলেই মারা যায়।
জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের টেংলাহাটা গ্রামের মৃত আহাদ বক্সের ছেলে শুভগাছা টেংলাহাটা উচ্চ বিদ্যালয়ের খ শাখার প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিএসসির বাড়ি যমুনা নদীতে ভেঙ্গে যাওয়া এবং চাকরি থেকে অবসরে যাওয়ার পর বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের শেখর গ্রামে এসে বসবাস করেন। গত সোমবার রাত ৮ টার দিকে ছোনকা বাজার থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বগুড়া গামী একটি অজ্ঞাত যাত্রিবাহি কোচ তাকে সজোরে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানিয় লোকজন কোচটিকে ধাওয়া করলেও ধরতে পারেনি।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/নির্ঝর