![মানিকগঞ্জে মোটরসাইকেল চালককে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/25/jabotjibon-karadondo@abneww_74451.jpg)
মানিকগঞ্জ, ২৫ এপ্রিল , এবিনিউজ : মানিকগঞ্জে মোটরসাইকেল চালককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তিন আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ২০১৪ সালে জেলার হরিরামপুর উপজেলায় আবদুল হালিম (৩৫) নামে মোটরসাইকেল চালক হত্যা মামলায় মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আবদুর রাজ্জাক (৩০), সমির উদ্দিন (২৬) ও মফাজেল মিয়া (২৮)। মানিকগঞ্জ জেলা জজ আদালতের (পিপি) মো: আব্দুস সালাম জানায়, ২০১৪ সালের ১৬ মার্চ রাতে হরিরামপুর উপজেলার বলড়া এলাকা থেকে আবদুল হালিম তার ব্যবহৃত মোটর সাইকেলসহ নিখোঁজ হয়। নিখোঁজের দুদিন পর পুলিশ উপজেলার লেছড়াগঞ্জ এলাকায় হালিমের মোটর সাইকেলসহ সমির উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হরিরামপুরের আন্ধারমানিক চর থেকে পুলিশ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় হালিমের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় হালিমের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ অপর আসামি রাজ্জাক, মফাজেল ও বাতেনকে গ্রেফতার করে। একই বছরের ২২ ডিসেম্বর পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে বাতেন মারা যান। এ মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।
অপর তিন আসামির মধ্যে মফাজেল জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছে। আসামি সমির ও রাজ্জাকের উপস্থিতিতে বিচারক তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তিন আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. নজরুল ইসলাম বাদশা।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর