
হবিগঞ্জ, ২৬এপ্রিল , এবিনিউজ : হবিগঞ্জের সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ ৬৮ পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কদ্দুছ আলী সরকার, পরিষদ সদস্য আব্দুর রশিদ ইকবাল, আব্দুল মুকিত, ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ইউনিয়নের ৫শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৬৮টি পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাদের বসতভিটা মাটির সাথে মিশে যায়।
এবিএন/ নুরুজ্জামান ভূইয়া/জসিম/নির্ঝর