![মুন্সীগঞ্জে পৌর কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/27/munshigonj-pourosova-kormob_74724.jpg)
মুন্সীগঞ্জ, ২৭ এপ্রিল , এবিনিউজ : কেন্দ্রিয় নির্বাহী কমিটির সিদ্ধান্তমতে রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশনসহ সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের ১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে ১ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পবিত্র সংবিধানের ৫৯ ধারা রক্ষা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী আধুনিক নগরায়ন গড়ার লক্ষ্যে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের প্রাণের দাবি ১ দফা বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জ জেলা পৌরকর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন এর উদ্যোগে মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলা পৌরকর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো. আলাউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারন সম্পাদক মাহাববুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, নির্বাহী প্রকৌশলী আক্তার হায়দার, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুল আলম, হিসাব ও শালিস বিভাগ নাদিরা বেগম, সেনেটারী ইন্সপেক্টর লিনা শাহা, স্টোর কিপার রফিকুন নেছা, সুপার ভাইজার আলভিয়া ও অফিস সহকারী মো. মহিউদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন আহম্মেদ তার বক্তব্যে বলেন, আমাদের দাবি সরকারি কোষাগার থেকে ১০০% বেতনভাতাসহ পেনশন সুবিধা। আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি চলবেই। আমাদের এ দাবি পূরণ না হলে আমরা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি পালন করয।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর