![নড়াইলে শিক্ষকদের প্রতীকী অনশন কর্মসূচি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/27/norail-sikkhok-onnesion@abn_74771.jpg)
নড়াইল, ২৭ এপ্রিল , এবিনিউজ : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের পাঁচ ভাগ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, বাড়িভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতার দাবিতে নড়াইলে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতিরি সভাপতি বিএম শুকুর আলী, সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, শিক্ষক নেতা নিমাই চন্দ্র পাল, ফরিদ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা। দুপুর ২টায় শিক্ষকদের মুখে শরবত দিয়ে অনশন ভাঙেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর