![নড়াইলে মদসহ যুবক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/27/atok@abnews_74772.jpg)
নড়াইল, ২৭ এপ্রিল , এবিনিউজ : নড়াইল-যশোর সড়কের হাতিরবাগান মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশিকালে পাঁচ বোতল বিদেশী মদসহ তন্ময় বিশ্বাসকে (২৫) আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। তন্ময় গোপালগঞ্জ সদরের নিজড়া গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে।
ডিবি পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে পাঁচ বোতল মদসহ তন্ময় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভারতীয় তৈরি প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার মদ রয়েছে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর