শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনায় পুলিশের নির্যাতনে দুই বছরের শিশু ও বৃদ্ধ আহত

বরগুনায় পুলিশের নির্যাতনে দুই বছরের শিশু ও বৃদ্ধ আহত

বরগুনায় পুলিশের নির্যাতনে দুই বছরের শিশু ও বৃদ্ধ আহত

বরগুনা, ২৭ এপ্রিল , এবিনিউজ : বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে কুমড়াখালী গ্রামে দুই বছরের শিশু তানহা ও তার দাদা বৃদ্ধ সুলতানকে পুলিশের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ওই শিশু ও সুলতান ভর্তি হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।

আহত সুলতান জানান, তাদের প্রতিপক্ষ আ. সালাম বরগুনা থানায় একটি দরখাস্ত দেয় তাদের জমি থেকে আমাদের লোকজন মুগ ডাল তুলে নেয়। দরখাস্তের পরিপ্রেক্ষিতে বরগুনা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোতালেব জোমাদ্দার বুধবার সকালে ঘটনাস্থলে যায়। এ সময় সুলতান ও তার দুই বছরের নাতনি জয়নালের মেয়ে তানহাকে কোলে নিয়ে ডাল ক্ষেতের পাশে দাড়ানো ছিল। উপ পরিদর্শক মো. মোতালেব জোমাদ্দার ঘটনাস্থলে পৌছে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে। তখন সুলতান এসআই মোতালেব মোজাদ্দআরকে বলেন, গালমন্দ না করে কথা শুনেন। এতে ওই দারোগা তার উপর ক্ষিপ্ত হয়। সুলতান বার বার দারোগাকে বলেন হাই কোর্টের রায় আমাদের পক্ষে। জমি আমাদের। এতে দারোগা আরো উত্তেজিত হয়ে ডাল তুলতে নিষেধ করেন। সুলতান কথা না শোনার অপরাধে দারোগার লাঠি দিয়ে সুলতানকে এলোপাথারি পিটাতে পিটাতে মাটিতে ফেলে দেয়। সুলতানের কোলে থাকা শিশু তানহাকেও দারোগা লাঠি দিয়ে আঘাত করে। এতে শিশুর ডান চোখের উপর ও নিচের ঠোটে পিটানে রক্তাক্ত জখম হয়। পিটানে সুলতানের শরীরে অসংখ্য জখম হয়। গুরুতর অসুস্থ অবস্থায় দাদা নাতনি বরগুনা জেনারেল হাসপাতালে বুধবার দুপুরে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। সুলতান জানান, সুস্থ হলে পুলিশের বিরুদ্ধে মামলা করবেন। শিশুর মা কারিমা জানান, আমার দুই বছরের শিশুকে যে ভাবে পুলিশ নির্যাতন করেছে আমি প্রধান মন্ত্রীর কাছে বিচার চাই। বরগুনা থানার উপ পরিদর্শক মো. মোতালেব জোমাদ্দার বলেন, আমি পিটাইনি। তবে আমার আদেশ অমান্য করেছে। সুলতান আমার দিক আঙ্গুল তুলে কথা বলেছে। আমি ধমক দিয়েছি। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাসুদুজ্জামান বলেন, বিষয়টি আমি জানিনা। তবে এ ধরনের কোন ঘটনা দু:খ জনক।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত