শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

‌মানিকগঞ্জ, ২৭ এপ্রিল , এবিনিউজ : চাঁদাবাজি মামলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ ভুইয়াসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-১ এ তারা আত্মসর্মপণ করে জামিন চাইলে বিচারক নিভানা খায়ের জেসি জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২২ মার্চ সিংগাইর থানায় চাঁদাবাজি মামলাটি দায়ের করেন মেসার্স তুষার মুন্নু এন্টারপ্রাইজের ম্যানেজার মো:আতোয়ার।

মামলায় বাদী উল্লেখ করেন, দরপত্রের মাধ্যমে সিংগাইর উপজেলার জয়মণ্ডপ এলাকায় একটি প্রতিষ্ঠানের মাটি ভরাটের কাজ পান তাদের প্রতিষ্ঠান। গত ২১ মার্চ কাজ চলাকালে উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ ভুইয়া ও তার সহযোগী সাইফুল, সবুর খা, গাফফার, দেলোয়ার, ভুটু ও আরশাদ দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় দুই সিকিউরিটি গার্ডসহ কয়েকজন শ্রমিককে মারপিট করেন তারা।

এ ঘটনায় পরদিন সিংগাইর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।

‌এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত