শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাটু‌রিয়ায় স্ব‌র্ণের দোকা‌নে চু‌রি

সাটু‌রিয়ায় স্ব‌র্ণের দোকা‌নে চু‌রি

‌মানিকগঞ্জ, ২৭ এপ্রিল , এবিনিউজ : মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায়‌ এক স্ব‌র্ণের ব্যবসায়ীর দোকা‌নে দুর্দষ চু‌রি সংগ‌ঠিত হ‌য়ে‌ছে।

উপ‌জেলার ফুকুরহা‌টি কান্দাপাড়া বাজা‌রের ইউসুফ অালীর স্ব‌র্ণের দোকা‌নে বুধবার রা‌তে চু‌রির ঘটনা ঘ‌টে।

‌চো‌রেরা বুধবার রা‌তে দোকা‌নের চা‌লের টিন ‌কে‌টে ভিত‌রে প্র‌বেশ ক‌রে স্ব‌র্ণের দোকা‌নের প্রায় অাড়াই লক্ষ টাকার মালামাল লু‌টে নি‌য়ে‌ছে।

ইউসুফ অালী জানায়, বুধবার সন্ধ্যার পর দোকান বন্ধ করে বা‌ড়ি চ‌লে যাই। রা‌তে চো‌রেরা দোকা‌নের চা‌লের টিন ‌কে‌টে উপর দি‌য়ে ভিত‌রে প্র‌বেশ ক‌রে। স্ব‌র্ণের দোকা‌নের স্বণ ও রুপার গহনাসহ প্রায় অাড়াই লক্ষ টাকার মালামাল লু‌টে নি‌য়ে‌ছে। বৃহস্প্র‌তিবার সকা‌লে দোকান খু‌লে চু‌রির বিষয়‌টি বুঝ‌তে পা‌রি।

কান্দাপাড়া বাজা‌রে ঔষধ ব্যবাসায়ী ডা. সাইদুর রহমান জানায়, ইতি পূ‌র্বেও কান্দাপারা বাজা‌রের বেশ ক‌য়েক‌টি দোকা‌নে চু‌রির ঘটনা ঘট‌লেও তার কোন প্র‌তিকার হয়‌নি। অার চোর‌দের বিরু‌দ্ধে কোন না নেওয়ায় কয় দিন পর পরই বাজা‌রে ব্যবসায়ী‌দের দোকা‌নে চু‌রির ঘটনা ঘট‌ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অাফাজ উদ্দিন স্বর্ণের দোকা‌নে চু‌রির সত্যত্বা নি‌শ্চিত ক‌রে‌ছে।

‌এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত