![সাটুরিয়ায় নদীতে থাকা ট্রলার থেকে কৃষকের লাশ উদ্ধার ।](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/28/abnews24_74978.jpg)
মানিকগঞ্জ, ২৮ এপ্রিল, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদী খেয়া ঘাটের ট্রলার থেকে রাজ্জাক নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার বরাঈদের রাজৈর খেয়া ঘাট থেকে পুলিশ কৃষকের মরদেহ উদ্ধার করে। নিহত আ: রাজ্জাক বরাঈদের উত্তর রাজৈর গ্রামের মৃত মোহন মৃধার ছেলে।বরাঈদ ইউপি সদস্য মোঃ আব্দুল আজিজ জানান, কৃষক রাজ্জাক পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। তার পরিবারের লোকজন তার আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পায়নি।পরে আজ শুক্রবার বিকেলে রাজৈর এলাকার ধলেশ্বরী নদীতে স্থানীয় লোকজন গোসল করতে গেলে খেয়া ঘাটের একটি ট্রলারে রাজ্জাকের লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে মর্গে প্রেরণ করে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাজ্জাকের লাশ উদ্ধার করে ময়না তদন্তদের জন্য মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/অসীম রায়