শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

খাগড়াছড়িতে ইউপিডিএফ বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি, ২৯ এপ্রিল, এবিনিউজ: নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে খাগড়াছড়িতে ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত কয়েকটি নারী সংগঠনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে রমেল চাকমার মৃত্যুর বিচার বিভাগী তদন্ত, পার্বত্য চট্টগ্রামে জারিকৃত সরকারী নিষেধাজ্ঞা প্রত্যাহারও পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের স্বনিভর্রস্থ ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে আবার স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়।

এর আগে স্বনিভর্রস্থ ইউপিডিএফ কার্যালয়ের সামনে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরূপা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ’র খাগড়াছড়ি ইউনিটের সমন্বয়ক মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিপুল চাকমা ও নারী সংঘের সভানেত্রী কাজলী ত্রিপুরা বক্তব্য রাখেন।

এবিএন/মো. ইব্রাহিম শেখ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত