![ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬২তম জন্ম বার্ষিকী উপলক্ষে ভেষজ ও ঔষধি গাছের প্রদর্শনী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/29/abnews24_75129.jpg)
নড়াইল, ২৯ এপ্রিল, এবিনিউজ : আজ নড়াইলর লোহাগড়ায় হোমিও প্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬২ তম জন্ম বার্ষিকী পালন ও দিনব্যাপী ভেষজ ও ঔষধি গাছের প্রদর্শনী হয়েছে। স্থানীয় রামনারায়ন পারলিক লাইব্রেরি চত্বরে প্রায় চার শতাধিক ঔষধি গাছের ও ভেষজ স্টল প্রদর্শনী এবং বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। পরে লাইব্রেরি মিলনায়তনে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬২তম জন্ম বার্ষিকী উপলক্ষে জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, হোমিও চিকিৎসা পদ্ধতি সংরক্ষণ ও বিজ্ঞান ভিত্তিক লক্ষে সরকারের আরও ভুমিকা রাখার আহবান জানান। উপজেলা রামনারায়ন পারলিক লাইব্রেরির হল রুমে লোহাগড়া উপজেলা হোমিও প্যাথিক চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ সাইয়্যেদ আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন,
প্রবীন শিক্ষাবিদ শা,ম আনয়ারুজ্জামান, নড়াইল হোমিওপ্যাথিক কলেজ এন্ড হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ সৈয়দ নাজমুস সাহাদাৎ, সভাপতি ডক্টর এসোসিয়েশন যশোর ডাঃ এম কে বাসার, সভাপতি স্বাধিনতা চিকিৎসক পরিষদ নড়াইল ডাঃ এনামুল হক, ডাঃ অধ্যাপক মোহিদুর রহমান, ডাঃ অশোক কুমার,ডাঃ আজিজুল হক আরজ,নিরাপদ সড়ক চাই নিসচার জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, হোমিও প্যাথিক চিকিৎসক সমিতির সম্পাদক ডাঃ হায়াতুদুজ্জামান উজ্জল,ডাঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রায় ১০০ জন হোমিও চিকিৎসক,সুধি সমাজ এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার জনগন অংশগ্রহন করেন।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/অসীম রায়