![নড়াইলে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের ৩ সমর্থক আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/30/norail-map@abnews_75237.jpg)
নড়াইল, ৩০ এপ্রিল , এবিনিউজ : নড়াইলে ছাত্রলীগের তিন সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে । জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলের সমর্থকদের সাথে সহসম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু সমর্থকদের মধ্যে শনিবার কলেজ ক্যাম্পাস এবং রামকৃষ্ণ আশ্রম এলাকায় দুই দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থক নাসির উদ্দিন, শামীম ও আরমান। তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় নাছিরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল জানান, সংগঠনের তিন সমর্থককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর