বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে সনাকের উদ্যোগে সাত কিলোমিটার দীর্ঘ পদযাত্রা

খাগড়াছড়িতে সনাকের উদ্যোগে সাত কিলোমিটার দীর্ঘ পদযাত্রা

খাগড়াছড়িতে সনাকের উদ্যোগে সাত কিলোমিটার দীর্ঘ পদযাত্রা

খাগড়াছড়ি, ৩০ এপ্রিল , এবিনিউজ : খাগড়াছড়িতে টিআইবি-সনাকের উদ্যোগে সাত কিলোমিটার দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরদ্ধে প্রতিবাদ জানাতে ও সর্বস্তরের জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে শনিবার (২৯এপ্রিল) সকালে জেলা সদরের গাছবান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে পদযাত্রা শুর হয়। পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সনাক সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা। গাছবান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে পদযাত্রা শুর হয়ে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে যাত্রা বিরতি করে। বিরতি শেষে পদযাত্রা শুর করে স্বর্ণিভরস্থ টিউফা আইডিয়েল বিদ্যালয়ে এসে শেষ হয়। টিউফা আইডিয়েল বিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান।

একই ভাবে প্রতিটি বিদ্যালয়ে শপথ বাক্য পাঠ করান সনাক সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা। শপথ বাক্য পাঠের পাশাপাশি দুর্নীতি বিরোধী জারিগান পরিবেশন করেন স্বজন-ইয়েস-ইয়েস ফ্রেন্ডস সদস্যরা।

পদযাত্রা ও শপথ পাঠ অনুষ্ঠানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ”ঞ্চুমনি চাকমা, ৫নং ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা ও ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, সনাক সদস্য ও নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, স্বজন আহ্বায়ক অমল বিকাশ ত্রিপুরা প্রমুখ।

এবিএন/মো. ইব্রাহিম শেখ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত