বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সাটুরিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশু নিহত

সাটুরিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশু নিহত

মানিকগঞ্জ, ৩০ এপ্রিল, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঝড়ে ছিড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু নাইম মোল্লা (৮) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বয়রা এলাকার হাফিজ মোল্লার ছেলে। আজ রবিবার দুপুরে সাটুরিয়া উপজেলার ধানকোড়ার উত্তর খল্লী এলাকার হাকিম মিয়ার ভাড়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় নাইম। নাইম মোল্লার বাবা হাফিজ মোল্লা জানায়, তার কাজের সুবাদে সাটুরিয়া উপজেলার উত্তর খল্লী এলাকার হাকিম মিয়ার বাড়িতে কয়েক মাস যাবত বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন তার পরিবার। গতকাল শনিবার সন্ধ্যায় ঝড়ে বাড়ির বিদ্যুতের তার ছিড়ে যায়। সে সময় থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এরপর রবিবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। এ সময় বাড়ির সামনে খেলাধুলা করার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাইম। সাটুরিয়া থানার এস.আই জাকির হোসেন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত