![মুন্সীগঞ্জে অন্যের জমি দখল করে ডাস্টবিন তৈরীর অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/30/abnews-24-comabm_75300.jpg)
মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, এবিনিউজ : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম মুক্তারপুর গ্রামের আ. হাকিম গংদের বসত বাড়ীতে জোর পূর্বক জায়গা দখল করে সেখানে ময়না আর্বজনা ফেলে পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে পাশ্ববর্তী বাড়ীর মৃত ইয়াদ আলীর ছেলে নুর মোহাম্মদ এর বিরুদ্বে। সূত্রে প্রকাশ, দীর্ঘ বিশ বছর পুর্বে আ. হাকিম গংদের বাড়ীর ৬ শতাংশ জায়গা খরিদ সূত্রে মালিক দাবি করে জোরপূর্ব দখল করে নেয় নুর মোহাম্মদ গং। দখলের পর থেকে এই সম্পত্তির উপর মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেন এবং বর্তমানে মামলার রায় আ. হাকিমের পক্ষে যায়। তার পরেও নুর মোহাম্মদ গংরা দখলকৃত জায়গা আ. হাকিমের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে বরং সেখানে ময়লা আবর্জনা ফেলে ডাসবিন তৈরী করে পরিবেশ নষ্ঠ করছে এমন অভিযোগ করেন আ. হাকিম ।গত ২৮ এপ্রিল দখলকৃত জায়গার খুঁটি বসায় নুর মোহাম্মদ গং।দখলকৃত ভুমির সি এস নং ৭ মেীজা নং ৩৭ আর এস ৩০৮ দাগ নং ২৬৩/২৬৪ মোট সম্পত্তি ৪১ শতাংশ। এব্যপারে আ. হাকিম বলেন আমার পৈত্রিক সম্পত্তি জোর পুর্বক দখল করে নুর মোহাম্মদ ক্ষমতার জোরে। আমরা মামলার রায় পাওয়ার পরেও আমার সম্পত্তি বুঝিয়ে না দিয়ে সেখানে ডাসবিন তৈরী করে আর সেই ময়লা আর্বজনার দুরগন্ধ নিয়েই আমাদের বসবাস। এ তিনি বলেন আমি উদ্ধর্তন প্রশাসনের সহযোগিতা চাই।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/তোহা