![জঙ্গীরা বিএনপির শক্তি হিসেবে মাঠে নেমেছে : নৌ-পরিবহন মন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/30/siping minister news_75323.jpg)
মাদারীপুর, ৩০ এপ্রিল, এবিনিউজ : জঙ্গীরা বিএনপির শক্তি হিসেবে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি রবিবার বেলা ২টার দিকে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, জঙ্গী ও সন্ত্রাসীদের যখন চিহ্নিত করে পুলিশ এ্যাকশন নিচ্ছে। তাদের গ্রেফতার করছে বা তারা নিজেরাই আত্মঘাতি বোমায় নিহত হচ্ছে। এই লোকগুলিকে বিএনপি মাঠে নামিয়েছে, এখন তাদেরকে আর রক্ষা করতে পারছে না। সেই কারণে বিএনপি বলছে, সরকার সব কিছু ধামাচাপা দিতেই জঙ্গীবাদের উৎথান করেছে। আর সরকার বলছে, আমরা জঙ্গীবাদ প্রতিহত করছি। এই দ্বারা বুঝা যায়, জঙ্গিবাদ তাদের শক্তি হিসেবে কাজ করছে।’ জেলা প্রশাসক কার্যালয়ে ‘মাদারীপুর ও রাজৈর’ উপজেলার মাস্টার প্লান রিপোর্ট পেশ ও সরকারী দপ্তরগুলোতে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আগামী ২০১৮ সালে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার জন্যে জনগণকে আহবান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খালেদ মোহাম্মদ জাকি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউর রহমান প্রমুখ। সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান