![গজারিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/30/abnews24_75342.jpg)
মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, এবিনিউজ : উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি বাসে সংঘর্ষে একজন নিহত ও ২৫জন আহত হয়েছে। সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। বাসের ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান।যাত্রী ও আহতদের উদ্ধৃতি দিয়ে পত্যক্ষদর্শীরা জানান, ” সকাল ১১ টা নাগাদ “তিশা” নামের দুটি বাস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পেছন থেকে আসা একটি বাস সামনের বাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে সামনের বাসটির সাথে আবার একটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেএবং গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। গজারিয়া থানার ওসি মো: আব্দুর রাজ্জাক বলেন, “প্রাথমিক চিকিৎসার পর ২ জনকে নিরাপদে বাড়ি পাঠানো হয়েছে।”
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/অসীম রায়