
রাজবাড়ী, ৩০ এপ্রিল, এবিনিউজ : রাজবাড়ীতে মাজহারুল ইসলাম সাগর (৪২) নামে এক পাসপোর্ট দালালকে ৬ মাসের কারাদ-াদেশ ও তার সহযোগি সুমন শীলকে (১৯) কে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহৃদ সালেহীন এ দ-াদেশ প্রদান করেন।এরআগে তাদেরকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার থেকে আটক করেন র্যবপিড অ্যাকশন ব্যটেলিয়নের (র্যাব) সদস্যরা। দ-াদেশপ্রাপ্ত সাগর ও সুমন শীল খানখানাপুর ইউনিয়নের বাসিন্দা।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সাগরের খানখানাপুর বাজারে কম্পিউটার ও ফটোকপির দোকান রয়েছে। ওই দোকনের আড়ালে সে দীর্ঘদিন যাবৎ ৩ থেকে ৪হাজার নিয়ে ভারতীয় ভিসার ই টোকেন ও রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজস করে গ্রাহকদের দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করে আসছিলো।
আর সুমন তার দোকানে কর্মচারী হিসেবে তাকে সকল কাজে সহযোগিতা করতো। রোবাবার দুপুরে সাগরের দোকান থেকে তাদের দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৫টি পাসপোর্ট, ৫২ টি জাতীয় পরিচয়পত্র, ৩টি ডিজিটাল ক্যামেরা ও ৫টি সীল জব্দ করা জয়।পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতেরবা বিচারক সাগরকে ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ ও সুমনকে ১ হাজার টাকা জরিমানা করেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/অসীম রায়