শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

নড়াইলে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

নড়াইল, ০১ মে, এবিনিউজ : নড়াইলে খালের পানিতে ডুবে মাহির নামে ৩বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেলে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মাহির সিঙ্গাপুর প্রবাসি আ. রহিম ভূঁইয়ার ছেলে। মৃতের স্বজনরা জানায়, শিশু মাহির কে নিয়ে তার মা নড়াইল শহরে ভাড়া বাসায় বসবাস করতো। দাদা বাড়ি ব্রাহ্মণডাঙ্গায় বেড়াতে গিয়ে রবিবার দুপুরে বাড়ির সবার অগোচরে খেলতে খেলতে মাহির বাড়ির পাশের খালে গিয়ে পড়ে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ছেলেকে না দেখতে পেয়ে তার মা সহ অন্যারা খোঁজোখুঁজি শুরু করে। এর এক পর্যায়ে খাল থেকে মাহিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসক মাহিরকে মৃত ঘোষনা করেন। মাহির মা, বাবার একমাত্র সন্তান। তার এ ভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছিলেন না তার স্বজনেরা। তাদের আহাজারীতে হাসপাতালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত