
রাজবাড়ী, ০২ মে, এবিনিউজ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় যাত্রীবাহী পরিবহন বাসের চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।
নিহতরা হলো গোয়ালন্দ পৌর এলাকার আলম চৌধুরী পাড়ার দলিলউদ্দিন প্রামানিকের ছেলে রশিদ প্রামানিক (৪০) ও দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের নুরুল ইসলামের মেয়ে শামসুনাহার (২৫)।
জানা যায় আজ মঙ্গলবার ১২টার দিকে একই মোটরসাইকেলে রশিদ ও শামসুনাহার দৌলতদিয়া ঘাটে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা যাত্রীবাহী পরিবহন এসপি গোল্ডেন (ঢাকা মেট্রো-ব-১৪-৫৬৭১) ধাক্কা দিলে ঘটনাস্থানে দুইজন মৃত্যু হয়। এসময় এলাকাবাসী দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সার্জেন্ট পারভেজ জানান, গাড়ী জব্দ করা হয়েছে তবে গাড়ী চালক পালিয়ে গেছে।
এবিনিউজ/খন্দকার রবিউল ইসলাম/মমিন/জসিম