শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাটু‌রিয়ার রাজ কেন্দ্রীয় ছাত্রলী‌গের সদস্য

সাটু‌রিয়ার রাজ কেন্দ্রীয় ছাত্রলী‌গের সদস্য

‌মানিকগঞ্জ, ০৩ মে, এবিনিউজ : মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার সন্ত‌ান রাজ্জাক হোসেন রাজ কেন্দ্রীয় ছাত্রলী‌গের সদস্য নিবা‌চিত হ‌য়ে‌ছে। ‌সম্প্র‌তি বাংলা‌দেশ ছাত্রলী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এসএম জা‌কির ‌হোসাইন স্বাক্ষ‌রিত কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সদস্যের তা‌লিকা‌তে তা‌কে সদস্য করা হ‌য়ে‌ছে। জানা গে‌ছে, সাটু‌রিয়া উপ‌জেলার সন্ত‌ান কেন্দ্রীয় ছাত্রলী‌গের সদস্য রাজ্জাক হোসেন রাজের রাজনীতির হাতে খরি ২০০৪ সালে সাটুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রথমে যুগ্ম সাধারন সম্পাদক হি‌সে‌বে। পরে তার রাজ‌নৈ‌তিক দক্ষতায় ও যোগ্যতায় ইউনিয়‌ন ছাত্রলী‌গের সাধারন সম্পাদক হয় সে। তার পর ২০১৪ সালে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ (কেন্দ্রীয় কমিটির) অন্যতম সহ-সভাপতি। ও বিশ্ববিদ্যালয় পড়া কালীন সময় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রাইম ইউনিভার্সিটি শাখার সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন ক‌রেন। সর্বশেষ সম্প্র‌তি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন গৌরব,ঐতিহ্য,সংগ্রাম, সাফল্যের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হয়। এবং একই সাথে রংপুর মহানগর ছাত্রলীগের ও সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত হন।

মো. রাজ্জাক হোসাইন রাজ এর জন্ম মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার পানাইজু‌রি গ্রা‌মে। গ্রা‌মের প্রাথমিক বিদ্যালয়ে পড়া শে‌ষে প‌রে ঐতিহ্যবাহী ধূল্যা ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও পরে সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে ভর্তি হন এবং একই স্কুল থেকে এসএসসি এবং সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। এরপর মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ দেবেন্দ্র কলেজে ও কিছুদিন অনার্স পোগ্রামে অধ্যয়ন করেন। তার মরহুম পিতার আইন শিক্ষার প্রতি ব্যাপক আগ্রহ থাকায় দেবেন্দ্র কলেজে পড়া বাদ দিয়ে আবার বেসরকারি বিদ্যালয়ে আইনে ভ‌তি হ‌য়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করে।

কেন্দ্রীয় ছাত্রলী‌গের সদস্য রাজ্জাক হোসেন রাজ জানায়, বঙ্গবন্ধুর অাদশ বু‌কে ধারন ক‌রে জন‌নেত্রী শেখ হা‌সিনার নি‌দে‌শে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌তে কেন্ত্রীয় ছাত্রলী‌গের সহ যোদ্ধা হি‌সে‌বে কাজ ক‌রে যা‌চ্ছি।

‌এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত