![সোনাগাজীতে অস্ত্র, গুলি ও বোমাসহ যুবলীগ নেতা গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/03/sonagaji-jubolig-neta@abnew_75798.jpg)
সোনাগাজী, ০৩ মে, এবিনিউজ : সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সংলগ্ন কালিমন্দির এলাকা থেকে অস্ত্র,গুলি ও বোমাসহ ওই ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ডালিম কুমার মজুমদার তাকে গ্রেফতারের পর দেহ তল্লাসী করে ১টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
সংশ্লিষ্ট সুত্র জানায় গ্রেফতারের পর থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদে সে আরো অস্ত্র ও বোমা থাকার বিষয়ে তথ্য প্রদান করে।
সন্ধ্যায় কামালের দেওয়া তথ্য মতে তাকে নিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার মজলিশপুর ইউপির বিঞ্চপুর গ্রামের চক্রবর্তী বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশ পিন্টু চক্রবর্তীর বসত ঘর ও রান্নাঘরে তল্লাসী চালিয়ে ৮ টি ককটেল, ৪ টি রামদা ও বোমার সরঞ্জাম উদ্ধার করে। তবে পুলিশ ওই বাড়ী থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি। গ্রেফতারকৃত কামাল উদ্দিন মজলিশপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মুলকুতের রহমানের ছেলে।
অস্ত্র উদ্ধারের খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার রাতে সেনাগাজী মড়েল থানা পরিদর্শন করে। বুধবার তার বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর