শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনায় বিয়ে পাগল মতিন চতুর্থ স্ত্রীর মামলায় কারাগারে

বরগুনায় বিয়ে পাগল মতিন চতুর্থ স্ত্রীর মামলায় কারাগারে

বরগুনায় বিয়ে পাগল মতিন চতুর্থ স্ত্রীর মামলায় কারাগারে

বরগুনা, ০৩ মে, এবিনিউজ : বিয়ে পাগল মতিন বাদল অবশেষে চতুর্থ স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় কারাগারে। আজ বুধবার সকাল ১১টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হলে শুনানী শেষে বিচারক মো. জুলফিকার আলী খান মতিন বাদলের জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। মামলা সুত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলার মানিকখালী গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মতিন বাদল কিছু দিন বিদেশে থাকেন। দেশে আসার পর ১০ বছরে ৪টি বিয়ে করেন তিনি। সর্ব শেষ একই গ্রামের ফজলুল হকের মেয়ে সাথী আকতারকে দুই বছর আগে বিয়ে করে বরগুনা শহরে বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। বিদেশ থেকে দেশে আসার পর ব্যবসা শুরু করে সর্বস্ব হারায় মতিন বাদল। ২০১৬ সালে ২১ নভেম্বর বরগুনা শহরের কেজি স্কুল সড়কে বাসায় বসে মতিন বাদল তার স্ত্রী সাথী আকতারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে অমানসিক নির্যাতন করে বাসায় তালা লাগিয়ে আটক করে রাখে। সাথীর বাবা সংবাদ পেয়ে লোকজন নিয়ে সাথীকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করায়। সাত দিন হাসপাতালে চিকিৎসা শেষে ২৮ নভেম্বর ওই আদালতে মতিন বাদলের বিরুদ্ধে মামলা করে সাথী। মামলা করার পরের দিন ২৯ নভেম্বর মতিন বাদল সাথীকে তালাক দেয়। এরই মধ্যে মতিন বাদল বাদীকে না জানিয়ে এ বছর ২৮ ফের্রুয়ারী ওই আদালত হতে আপোষের শর্তে অর্ন্তবর্তিকালিন জামিনে মুক্তি পায়। আজ সকাল ১১ টায় মতিন বাদল পূন:রায় আদালতে হাজির হলে শুনানী শেষে বিচারক মতিন বাদলের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সাথী জানান, বিয়ের সময় তাকে ১০ লাখ টাকার কাবিন দেওয়ার কথা থাকলেও মতিন বাদল কোন কাবিন না দিয়ে যৌতুকের দাবীতে প্রতিনিয়ত নির্যাতন করেছে। মতিন বাদলের নির্যাতনে ইতিপূর্বে তিনজন স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। মতিন বাদল বলেন, সাথীর অভিযোগ অসত্য।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত