সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • মা‌নিকগ‌ঞ্জে চাঁদা না দেয়ায় শ্রমিকলীগ সভাপতির নেতৃত্বে হামলা: আহত ২০

মা‌নিকগ‌ঞ্জে চাঁদা না দেয়ায় শ্রমিকলীগ সভাপতির নেতৃত্বে হামলা: আহত ২০

মা‌নিকগ‌ঞ্জে চাঁদা না দেয়ায় শ্রমিকলীগ সভাপতির নেতৃত্বে হামলা: আহত ২০

মানিকগঞ্জ, ০৩ মে, এবিনিউজ : মানিকগঞ্জ জেলা শহরে অভ্যন্ত‌রিন সড়‌কে চলাচলকারী হ্যালোবাইক চালকরা অ‌তি‌রিক্ত চাঁদা দিতে রাজি না হওয়ায় জেলা শ্রমিকলীগ সভাপতির নেতৃ‌ত্বে চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকারের নেতৃত্বে হ্যালোবাইক চালকরা এই মারধরের শিকার হয়। হামলায় কমপক্ষে ২০জন হ্যালোবাইক চালক আহত হয়। আহত‌দের মা‌নিকগঞ্জ সদর হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।

এ সময় হামলাকারীরা অন্তত ২৭ টি হ্যালোবাইক ভাঙচুর করা ক‌রে। এ হামলার ঘটনায় শহরে প্রায় দেড় ঘণ্টা হ্যালোবাইক চলাচল বন্ধ থাকে। ও যাত্রী‌দের ম‌ধ্যে আতং‌কের সৃ‌ষ্টি হয়।

হ্যালোবাইক চালকরা জানায়, মা‌নিকগঞ্জ পৌরসভার নির্ধারিত পার্কিং চার্জ ১০ টাকার হ‌লেও তাদের কাছ থেকে ২০ টাকা হারে আদায় করা হয়।

বুধবার দুপুরে এ নিয়ে কয়েকজন হ্যালোবাইক চালকের সঙ্গে জেলা শ্র‌মিকলীগ সভাপ‌তি বাবুল সরকারের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্র‌মিকলীগ সভাপ‌তি বাবুল সরকারের নেতৃত্বে ৪০/৫০ জন লোক লাঠি বাঁশ নিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় কমপক্ষে ২০জন হ্যালোবাইক চালক আহত হয়। আহত‌দের মা‌নিকগঞ্জ সদর হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।

এ সময় অন্তত ২৭ টি হ্যালোবাইক ভাঙচুর করা হয়। এ ঘটনায় শহরে প্রায় দেড় ঘণ্টা হ্যালোবাইক চলাচল বন্ধ থাকে।

প‌রে মা‌নিকগঞ্জ পৌর সভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। মা‌নিকগঞ্জ পৌর সভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানায়, বিষয়‌টি নি‌য়ে দুইপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকে ব‌সে সমস্যার সমাধান করা হ‌বে।

জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকার তার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে জানায়, হ্যালোবাইক চালকদের সঙ্গে মেক্সি চালকদের ঝামেলা হয়েছে। এই ঘটনায় তার লোকজন জড়িত নয়।

এবিএন/‌মো: সো‌হেল রানা খান/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত