শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সীগঞ্জে জেলা ছাত্রলীগ সভাপতির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

মুন্সীগঞ্জে জেলা ছাত্রলীগ সভাপতির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

মুন্সীগঞ্জে জেলা ছাত্রলীগ সভাপতির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

মুন্সীগঞ্জ, ০৪ মে, এবিনিউজ : ডিস ব্যবসাকে কেন্দ্র করে মারামারির মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ (সদর) এ আদেশ দেন।

গত ১৬ মার্চ বেলা ১১টার দিকে চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের আয়শা আক্তারের বাড়িতে ভাংচুর ও গুলাগুলি ঘটনা ঘটে। এ ঘটনায় আয়শা আক্তার সহ পরিবারের ৫ জন আহত হয়। আয়শা আক্তার বাদী হয়ে চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি হাকিম মিজি হুকুমের আসামী ও জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে ১নং আসামী করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফয়সাল মৃধার হাতে থাকা পিস্তল দিয়ে ২ রাউন্ড গুলি করে এবং তার সাথে থাকা সন্ত্রাসী বাহিনী আয়শা আক্তারের ঘরে হামলা করে ভাংচুর করে বলে এজাহারে উল্লেখ করেছেন।

কোর্ট ইন্সপেক্টর হারুন অর রশীদ জানান, বুধবার দুপুরে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ (সদর) এসে আতœসমার্পন করে জামিন প্রার্থনা করে ফয়সাল মৃধা। এ সময় বিচারক হায়দার আলী জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে।

অন্যদিকে আদালতের রায় ঘোষনার পরপরই সদরের মুন্সীরহার্ট এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে গজারিয়া, টঙ্গীবাড়ি, সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলায়

এই ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, রায় ঘোষনার পর সদরের মুন্সীরহার্ট এলাকায় ফয়সাল মৃধার সমর্থকরা ব্যাটারি চালিত অটোরিক্সা ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত