![সেনবাগে পিতার উপর অভিমান করে যুবকরে আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/04/attahatta_75971.jpg)
সেনবাগ (নোয়াখালী), ০৪ মে, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগে পিতার সাথে অভিমান করে মো: মাসুদ (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। মাসুদ সেনবাগ শহরের ৫ নং ওয়ার্ড কাদরা ব্যাপারী বাড়ীর লোকমান হোসেনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ তার যমজ ভাই সহ পিতার কর্মস্হল ঢাকার কাঁচপুর এলাকায় পরিবারের সকলকে নিয়ে বসবাস করতো। গত সপ্তাহ থেকে সে তার পিতাকে বিদেশ যাবার জন্য চাপ সৃষ্টি করছিলো। পিতা লোকমান হোসেন তাকে এর আগে আরো একবার বিদেশ পাঠিয়েছিলেন। বিদেশ থাকা অবস্থায় সে সুবিধা করতে না পেরে অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসে। মঙ্গল বার তার পিতা ঢাকার বাসা থেকে বাড়ীতে এলে সে রাতেই পরিবারের লোকজনের অগোচরে নিজ বসতঘরে বিষপানে আত্মহত্যা করে। বুধবার কাদরা গ্রামের নিজ কবরস্হানে তার লাশ দাফন করা হয়েছে। তার স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/ইমরান