![সোনাইমুড়িতে সেনবাগের কুলসুমের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/04/lash-uddar_75973.jpg)
সেনবাগ (নোয়াখালী), ০৪ মে, এবিনিউজ : নোয়াখালীর সোনাইমুড়ীতে গতকাল বুধবার সন্ধ্যায় সোনাইমুড়ি থানা পুলিশ এক গৃহকর্মী লাশ উদ্ধার করেছে। একই উপজেলার সোনাইমুড়ি-ছাতারপাইয়া সড়কের কালা মিয়ার নতুন বাড়ির সামনে থেকে কুলসুম আক্তার (১৫) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে ময়না তদর্šেÍর জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে সোনাইমুড়ি থানা পুলিশ। সন্ধ্যায় সোনাইমুড়ি পৌর এলাকার বিজয়নগরস্থ সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের পাশে কালা মিয়ার নতুন বাড়ীর সামনে থেকে কিশোরী গৃহকর্মী কুলছুম আক্তারের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত কুলছুম আক্তার সেনবাগ উপজেলা ২নংকেশারপাড় ইউনিয়নে আটিয়াবাড়ী গ্রামের খোরশেদ আলমের মেয়ে। সে দীর্ঘদিন থেকে নাওতোলা গ্রামের ডা. শাহীনের বাসায় গৃহকর্মী ছিল। বুধবার সকালে সে বাসা থেকে নিখোজ হয় পরে সন্ধ্যায় পুলিশ সড়কের পাশ্ব থেকে তার লাশ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জয়দেব কুমার চৌধুরী জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদর্šেÍর নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।ময়না তদর্ন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওযা হবে।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/ইমরান