সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

রাজবাড়ীতে কুপিয়ে যুবক হত্যা

রাজবাড়ীতে কুপিয়ে যুবক হত্যা

রাজবাড়ী, ০৪ মে, এবিনিউজ : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালীকাপুর এলাকায় আমজাদ বিশ্বাস (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । পূর্ব শত্রুতার জের ধরে ০৩ মে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ বিশ্বাস কালুখালি উপজেলার কালীকাপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

জানা গেছে রাত সাড়ে টার দিকে দুর্বৃত্তরা আমজাদকে তার নিজ বাড়িতে কুপিয়ে আহত করে। পড়ে আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালুখালী থানার এস আই কুববাদ হোসেন জানান, পুলিশ ধারণা করছে জমি-জমা সংক্রান্ত বা বিদেশে পাঠানো টাকা পয়সা নিয়ে সংক্রান্ত কারণে এ ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, বাড়ির পাসে রাজু নামে এক ব্যাক্তির কাছে আমজাদ বিদেশে যাওয়ার বিষয়ে টাকা দিয়েছিলো। সেই বিষয়ে রাজুর সাথে তার দীর্ঘ দিন ঝামেলা চলে আসছিলো।

এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আরো কয়েকজনের নাম পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখন বলা যাবে না। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত