![শ্রীমঙ্গলে জিপিএ-৫ পেয়েছে ১২২ জন শিক্ষার্থী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/04/sri@abnews_76037.jpg)
শ্রীমঙ্গল, ০৪ মে, এবিনিউজ : চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে আজ প্রকাশিত ফলাফলে শ্রীমঙ্গলে জিপিএ-৫ পেয়েছে ১২২ জন শিক্ষার্থী। এছাড়াও উপজেলার দু'টি স্কুল শতভাগ পাশের সফলতা অর্জন করেছে।
ফলাফলে দেখা যায়, শ্রীমঙ্গলের বাডস মডেল স্কুল এন্ড কলেজ থেকে ৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন ছাত্রী। এছাড়াও বিটিআরআই স্কুল থেকে ১৫ জন, সেন্ট মার্থাস স্কুল থেকে ১৩ জন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, বর্ডার গার্ড স্কুল থেকে ৮ জন ও ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছে।
এছাড়াও বেগম রাসুলজান স্কুল ও আছিদউল্লাহ স্কুল থেকে ৩ জন করে, হাজি আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও সাতগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এদিকে মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।
অপরদিকে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় শতভাগ পাশের সফলতা অর্জন করেছে।
এবিএন/আতাউর রহমান কাজল/মমিন/জসিম